বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম 2024 সম্পর্কে বিস্তারিত জানুন

সম্মানিত পাঠকগন আজ আপনাদেরকে বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব সেই সাথে আরো টপিক সম্পর্কে আলোচনা করবো সেই টপিক গুলো হল নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম এই বিষয়গুলো ভালোভাবে আপনাদেরকে জানানোর চেস্টা করব আজ এই আর্টিকেলটির মাধ্যমে।


এখানে আরো কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা হবে বিদেশ থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম,দেশে বসে নগদ একাউন্ট খোলার নিয়ম সহ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

ভূমিকা

নগদ এমন একটা মোবাইল ব্যাংকিং সেবা যা সারা বিশ্বের মানুষ এই নগদ ব্যাংকিং সেবা ব্যবহার করছে।আর এই নগদ ব্যাংকিং সেবাটি কিভাবে ব্যবহার করতে হয় এবং সেন্ড মানি করতে হয় এবং বাটন মোবাইলে কিভাবে একাউন্ট খুলতে হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি এ আর্টিকেলটির মাধ্যমে।

নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানব সেটা হল কিভাবে নগদ এজেন্ট একাউন্ট খুলতে হয় এবং মাসে কত টাকা পর্যন্ত আয় হওয়ার সম্ভাবনা থাকে এসব সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনাকে প্রথমে একজন ভালো উদ্যোক্তা হতে হবে এরপর আপনাকে একটা জায়গা বা দোকান থাকতে হবে এমন এক জায়গায় যেখানে মানুষজন বেশি থাকে এবং স্কুল, কলেজ, বড় বড় মার্কেট, ভার্সিটি ইত্যাদির জায়গায় দোকানটা হতে হবে।

এরপর দোকানে ট্রেড লাইসেন্স না থাকলে ট্রেড লাইসেন্স করে নিতে হবে এবং আরো বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং এগুলো দিয়ে আবেদন করতে হবে হল সেগুলো হলো আপনার নিজস্ব জাতীয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি, চারিত্রিক সার্টিফিকেট এবং একটি ফ্রেশ সিম যেখানে কোন অ্যাকাউন্ট খোলা নেই। 

এবার আপনি উপরের উল্লেখিত ডকুমেন্ট নিয়ে নগদ ডিএসও, নগদ সার্ভিস সেন্টার এবং নগদ ডিস্ট্রিবিউটর এর সাথে যোগাযোগ করুন এবং উল্লেখিত নগদ এজেন্ট এর কর্মীর আপনার দোকান বা ব্যবসা পর্যবেক্ষণ করে যদি বৈধ মনে হয় তাদের তাহলে আপনাকে নগদ একাউন্ট খোলার অনুমতি দিবেন। আর আপনি নগদ এজেন্ট অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি প্রতি মাসে অনায়াসে ১০ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। তবে মনে রাখবেন লেনদেন যত বেশি হবে আয় তত বেশি হবে আপনার। সাধারণত এভাবে নগদ এজেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়।

বিদেশ থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম

যারা প্রবাসী তাদের জন্য আজ এই আর্টিকেলটি অনেক বেশি উপকারী হবে। কারণ বিদেশ থেকে এখন নগদ একাউন্ট খোলা যায় এবং ব্যবহার করা যায়। আজ আপনাদের জানাবো বিদেশ থেকে কিভাবে নগদ একাউন্ট খোলা যায় এর বিভিন্ন নিয়ম নীতি ফলো করে। প্রবাসী ভাই বোনদের নগদ একাউন্ট খোলার জন্য আপনার সিম কার্ডটি অবশ্যই রোমিং করা থাকতে হবে। 

সিম কার্ডটি রোমিং করা না থাকলে রোমিং করে নিতে হবে এবং গুগল প্লে স্টোর এ গিয়ে নগদ অ্যাকাউন্ট এর অ্যাপস এ ঢুকে হবে নাম্বার দিতে হবে তারপর পিন নম্বর সেট করতে হবে এরপর ওটিপি কোড নাম্বার আসবে এবং ওটিপি কোড দিলেই নগদ একাউন্ট খোলা সম্পূর্ণ হবে। আগে যারা প্রবাসে থাকতেন তাদের নগদ একাউন্ট খুলার জন্য ভিপিএন কানেকশন থাকা লাগত। তবে এখন নগদ একাউন্ট খোলার জন্য ভিপিএন কানেকশন ছাড়ায় খোলা যায়, শুধু সিম কার্ডটি রোমিং করা থাকতে হবে। 

প্রবাসী ভাইবোনদের জন্য নগদ একাউন্ট খোলার অন্যতম সুবিধা হল তাদের বাসায় বৃদ্ধ বাবা-মা অথবা ওয়াইফ থাকে তারা বাজার হাটে যেতে পারে না আর মোবাইল রিচার্জ করতে পারেনা তাদেরকে প্রবাসে বসেই নগদ একাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ করে দিতে পারবে অথবা সেন্ড মানে করতে পারবে। আবার কাছের বন্ধু বান্ধবদের কেউ মোবাইল রিচার্জ করে দিতে পারবে অথবা সেন্ড মানি করতে পারব। এই জন্য প্রবাসী ভাই-বোনদের পবাসে বসে নগদ একাউন্ট খুলনা অত্যন্ত জরুরী।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম 2024 সম্পর্কে বিস্তারিত জানুন

বাংলাদেশে ব্যাংকিং সেবার মধ্যে অন্যতম একটি হলো নগদ। নগদ সাধারণ মানুষের মধ্যে খুব ভালো সেবা দিয়ে থাকছে। সেজন্য এটা দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেজন্য আজ আমরা জানাব বাটন মোবাইলে নগদ একাউন্ট ২০২৪ সঠিক নিয়মে নগদ একাউন্ট খোলা। নগদ একাউন্ট বেশ কয়েকটি উপায়ে খোলা যায়। তবে আজ আমরা জানবো বাটন মোবাইল নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম। এই স্মার্ট বাংলাদেশ এ এসে সবার কাছে স্মার্টফোন আছে। 

তবে কিছু কিছু মানুষের কাছে স্মার্ট ফোন নেই তারা বাটন ফোন ব্যবহার করে। আর যারা বাটন ফোন ব্যবহার করে তার অনেকে বাটন মোবাইল নগদ একাউন্ট খোলা জানেনা। তাদের জন্য আজকের এই পোস্টটি। বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার জন্য প্রথমে একটি বাটন ফোনে কোন একাউন্ট খোলা নেই এই সিম কার্ড বেছে নিতে হবে।


এরপর ফোনের ডায়াল এ গিয়ে ★১৬৭# ডায়াল করতে হবে যেই সিমে এ নগদ একাউন্ট খুলবেন এরপর আপনাদের সামনে একটা ইন্টারফেজ আসবে দেখবেন ৪ ডিজিটের একটা পিন কোড চাইবে সেটা দিবেন। পিন এভাবে দিতে হবে ২৭৯০ আপনার ইচ্ছামতো সংখ্যা দিবেন। তবে খেয়াল রাখতে হবে এক সংখ্যা বারবার দেওয়া যাবে না।এরপর পুনরায় যে পিন কোডটি প্রথমের দিয়েছিলেন সেটাই আবার দিতে হবে।দেয়ার পর আবার অন্য একটি লিখা আসবে Regular and Islamic সেখানে আপনি Regular দিয়ে দেবেন। 

এরপর আবার আরেকটি লেখা আসবে Yes and No সেখানে আপনি No দিয়ে দিবেন।ওইখানে আপনি Islamic দিবেন না কারন আপনি Islamic একাউন্ট খুলছেন না সেজন্য। আর আপনি Islamic একাউন্ট খুলবেন না সেজন্য Yes দিবেন না No দিবেন। এগুলো সম্পূর্ণ করার পর আপনার ফোনে একটা এসএমএস আসবে। আর এসএমএস আসলেই বুঝবেন আপনার বাটন মোবাইলের গদ একাউন্ট খোলার সফলভাবে হয়েছে। উপরের নিয়মে সাধারণত বাটন মোবাইলের নগদে কোন খোলা যায়।

নগদ একাউন্ট থেকে সেন্ড মানি করার নিয়ম্

বাংলাদেশের মানুষদের নগদ ব্যাংকিং এমন বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে যা লিখে প্রকাশ করার মতো নয় তবে অনেকেই নগদ একাউন্ট খোলার পর নগদে কিভাবে প্রিয়জন বা কাছের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এর কাছে সেট মানি করতে পারে না। আজ আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের নগদ একাউন্ট থেকে মানি করার নিয়ম সম্পর্কে জানাবো। নগদ একাউন্ট থেকে আমরা দুইটা পদ্ধতিতে সেন্ড মানি করে থাকি।

একটা উপায় হল ডালায় কোড ★১৬৭# আর একটা উপায় হল নগদ অ্যাপ এর মাধ্যমে সাধারণত যারা স্মার্টফোন ব্যবহার করে না এবং যাদের স্মার্টফোন থাকে না তারা ডায়াল কোড ব্যবহার করে সেন্ড মানি করে। সেন্ড মানি করার জন্য প্রথমে ★১৬৭# করুন। এরপর ২ ক্লিক করতে হবে এরপর যাদের কাছে টাকা পাঠাবেন তাদের একটি নাম্বার দিন এবং কত টাকা পাঠাবেন তা বসান এরপর সর্বশেষ আপনার পিন নাম্বার দিয়ে সেন্ড মানি কমপ্লিট করুন। 

এবার স্মার্ট ফোন এ নগদ অ্যাপ দিয়ে সেন্ড মানি করার নিয়ম শুরুতে নগদ অ্যাপ ডাউনলোড করুন এরপর ওপেন করার পর পিন নাম্বার দিয়ে লগইন করে নিন। লগইন হওয়ার পর অনেক অপশনের মধ্য সেন্ড মানিতে ক্লিক করার পর প্রাপক জায়গায় নাম্বার দিয়ে টাকার পরিমান দিয়ে পরবর্তীতে ক্লিক করে এবার রেফারেন্স এবং পিন নাম্বার দিন। রেফারেন্স হবে এমন ১,২ ইত্যাদি আপনার ইচ্ছামত দিন।
 
এগুলো সম্পূর্ণ হওয়ার আবার পরবর্তীতে ক্লিক করে নগদ অ্যাপ এর ট্যাপ ধরে থাকুন তাহলে সেন্ড মানে সম্পূর্ণ হবে। সেন্ড মানি করার জন্য কিছু শর্ত আছে সেগুলো হল দিনের মধ্যে সেন্ড মানি করার লিমিট আছে। প্রতিদিন ২৫০০০ হাজার এর বেশি সেন্ড মানি করা যাবে না। আর ৫০ বারের বেশি সেন্ড মানি করা যাবে না। এভাবে লিমিট বুঝে আপনাদের নগদে সেন্ড মানি করতে হবে।

নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

নগদ একাউন্ট আমরা খুলব ২০২৪ এসে এবং তা বিস্তারিতভাবে জানব। আমরা প্রথমত নগদ একাউন্ট খোলার একটি নিয়ম সম্পর্কে উপরে জেনে এসেছি উপরে আমরা বাটন ফোন দিয়ে ডায়াল কোড ব্যবহার করে নগদ এখন খোলার নিয়ম জেনেছি। এখন আরো দুইটি উপায় আছে নগদ একাউন্ট খোলার সেই দুইটি উপায় সম্পর্কে জানব। যাদের স্মার্টফোন আছে তারা তাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে নগদ অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারবে। 

নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার জন্য অ্যাপটি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। নগদ অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করে ওখানে লিখা আসবে নতুন অ্যাকাউন্ট খুলুন ওখানে ক্লিক করুন।এবার দুটো অপশন আসবে সম্মত এ ক্লিক করুন ফোন নাম্বার দেওয়ার পর পরবর্তী ধাপে ক্লিক যে সিম দিয়ে একাউন্ট খুলবেন সেটা দিবেন ধরুন গ্রামীণফোন সিম আপনার গ্রামীন সিমে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করে আবার পরবর্তীতে ক্লিক করে দেখবেন জাতীয় পরিচয় পত্র এর ছবি চাইবে 

সেখানে দুটো ছবি চাইবে আপনার জাতীয় পরিচয়পত্রের উপরে এবং নিচে দুই পাশের ছবি তুলে দুই জায়গায় ছবি দিয়ে দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করুন। জাতীয় পত্রের সমস্ত ইনফরমেশন দেখা দিবে আবার পরবর্তীতে ক্লিক করে এবার আপনার লিঙ্গ আসবে, আপনি যেই লিঙ্গের সেটা দিয়ে দিবেন। এবার আপনার মুখের ফেস এর ছবি চাইবে মুখের ফেস এর ছবি দেওয়ার পর আপনার স্বাক্ষর চাইবে সেটা দিবেন ওটিপি কোড ওরাই নিয়ে নেবে 

যদি যে নাম্বার দিয়ে একাউন্ট খুলছেন সেই নম্বর আপনার ফোনে থাকে তাহলেই তারা ওটিপি কোড নিবে নিজে নিজেই এবং সর্বশেষ ডিজিটের পিন নাম্বার সেট করার পর আপনার অ্যাকাউন্টটি খোলা শেষ হবে। এবার কিভাবেএজেন্টের কাজ থেকে একাউন্ট খুলতে হয় সেটা জানব। নগদ এজেন্ট এর কাছে একাউন্ট খোলার জন্য আপনাকে কিছু প্রয়োজনে কাগজপত্র নিয়ে যেতে হবে তাহলে নগদ এজেন্ট কাছ নগদ এজেন্ট আপনার অ্যাকাউন্ট খুলে দিতে পারবে।

সেই কাগজপত্র গুলো হল জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সিম কার্ড এবং মোবাইল ফোন। সাধারণত উপরের এগুলো দিলেই আপনাকে একাউন্ট খুলে দিবে। একাউন্ট খুলে দেওয়ার জন্য আপনাকে কিছু টাকা দেওয়া লাগবে। তবে আপনি অ্যাকাউন্ট এর সিকিউরিটির জন্য এজেন্ট যে পিন নাম্বারটা দিবে সেটা আপনি পরবর্তীতে বাসায় গিয়ে চেঞ্জ করে নিবেন। পিন নম্বর অন্য কেউ না জানায় উত্তম।

লেখকের মন্তব্য

মোবাইলে বাটন মোবাইলের নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ এই বিষয় সম্পর্কে আজকের এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেনএবং আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url